সনাতন ধর্ম অনুযায়ী “৩৩ কোটি” দেব দেবী কারা?

দেবতা বলতে কি বোঝায়

আমরা সাধারণ ভাষায় দেবতা বলতে যা বুঝি , দুই পা চার হাত, বা  দুই পা  দশ হাত, বা দুই পা দুই হাত যুক্ত নানান অস্ত্রে সুসজ্জিত পুষ্প রত্ন ও স্বর্ণ অভূষণ দ্বারা আবৃত,  আশীর্বাদ মুদ্রায় নির্দিষ্ট বাহনের ওপর উপবেশনকারী কোন প্রতিমূর্তিকে। কিন্তু বেদ ( সংস্কৃত) অনুযায়ী দেবতার মূল অর্থ হল–দেবতা হলো প্রাকৃত বা অতিপ্রাকৃত, ঐশ্বরিক এবং পবিত্র শক্তি যা উপাসনার যোগ্য হিসেবে বিবেচিত, এবং মহাবিশ্ব, প্রকৃতি বা মানব জীবনের উপর কর্তৃত্ব রয়েছে। এক পবিত্র উর্জা (Positive Energy। যার আগমনে সমস্ত নেতিবাচক শক্তি (Negative Energy) দূরীভূত হয়।

৩৩ কোটির বিভ্রান্তি

সনাতন ধর্মে” ৩৩কোটি” দেবদেবীর বর্ণনা পাওয়া যায়।তেত্রিশ কোটি দেবতা মানে ৩৩০০০০০০০ দেবতাকে বোঝায় না। এটা ভুল। সংস্কৃতে আছে ‘ত্রয়ংত্রিংশ কোটি’। এই ‘ত্রয়ংত্রিংশ’ শব্দের অর্থ তেত্রিশ এবং ‘কোটি’ শব্দের অর্থ ধরন বা প্রকার। 

যেহেতু সনাতন ধর্মে অনেক দেবদেবীর আরাধনা করা হয়, তাই স্বাভাবিক ভাবেই একটা ভ্রমের সৃষ্টি হয়েছে।এবং লোকজন সেই ভ্রম কেই সত্যি বলে মেনে এসেছে।তেমনি “৩৩কোটি”দেব দেবীর কথা এই ভ্রমেরই পরিণাম।কারণ কোনো বেদ বা উপনিষদে সনাতন ধর্মের এই “৩৩ কোটি” দেবদেবীর উল্লেখ পাওয়া যায় নি। বেদে যে “কোটি “শব্দের কথা উল্লখ করা হয়েছে সেই “কোটি “শব্দের অর্থ হলো প্রকার। অর্থাৎ বেদ ও উপনিষদে ৩৩ প্রকার উচ্চতম ভগবান এর কথা বলা হয়েছে। যখন সংস্কৃত ভাষা থেকে চতুর্বেদ কে অন্য ভাষাতে অনুবাদ করা হয় ,তখন ভুল বসত অনুবাদকেরা “কোটি ” শব্দের অর্থের পরিবর্তন ঘটায়।

তেত্রিশ কোটি দেবতা সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার “দেবতত্ত্ব ও হিন্দুধর্ম,a অন্যান্য রচনাবলিতে” বলেছেন,

“হিন্দুর মুখে তো শুনি, হিন্দুর দেবতা তেত্রিশ কোটি।

কিন্তু দেখি বেদে আছে দেবতা মোটে তেত্রিশটি।”

According to Hindu mythology, there are 33 million gods and goddesses in the Hindu pantheon.

The 33 deities are the correct answer.

“৩৩ কোটি” দেব দেবীর প্রমাণ

অনেক সনাতন ধর্ম গ্রন্থে “৩৩ কোটি” অর্থাৎ ৩৩ প্রকারের দেবদেবীর বর্ননা পাওয়া যায়।যেমন -বেদের প্রাচীনতম অংশ “সংহিতায়” তেত্রিশ দেবতার কথা বলা আছে। এরা হলেন দ্বাদশ আদিত্য , একাদশ রুদ্র  ,অষ্টবসু, এবং বেদের ব্রাহ্মণ অংশে দুই অশ্বিনি কুমার।  “বৃহদারণ্যক” উপনিষদে দেবতার সংখ্যা বিষয়ে শাকল্যের প্রশ্নের উত্তরে ঋষি “যাজ্ঞবল্ক্য” প্রথমে তেত্রিশ, তারপর পর্যায়ক্রমে ছয়, তিন, দুই, অর্ধ্যর্ধ (দেড়) এবং সবশেষে এক বলে উত্তর দেন।”বৃহদারণ্যক” উপনিষদে যাজ্ঞবল্ক্য মুনি কর্তৃক ব্যাখ্যা করা ৩৩ বৈদিক দেবতাগণ হলেন – দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্টবসু, ইন্দ্র ও প্রজাপতি। এছাড়া “ঋগ্বেদ,”  “যজুর্বেদ”  এবং “অথর্ববেদেও” তেত্রিশ প্রকার দেবতা বিষয়ে উল্লিখিত আছে।

৩৩ প্রকারের দেবদেবী কারা

 সনাতন ধর্মের বিভিন্ন ধর্ম গ্রন্থ অনুযায়ী যে ” *৩৩কোটি* “বা ” *৩৩প্রকার”* এর দেবদেবীর বর্ণনা পাওয়া যায়। তাঁরা হলেন -অষ্ট বসু, দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, ও  অশ্বিনী কুমার দ্বয়। 

৩৩কোটি” দেবদেবীর বর্ণনা

অষ্ট বসু

 হিন্দু পূরণ অনুযায়ী অষ্ট বসু হলেন মহর্ষি কশ্যপ ও দেবী অদিতির সন্তান । অষ্ট বসুর নাম হল -আপ, ধ্রুব, সোম, ধার, অনিল, অনল, প্রথ্যুষ এবং প্রভাস। তাঁরা হলেন আটজন মৌলিক দেবতা। তাঁরা জীব দেহ ধারণকারী “পঞ্চ মহাভুত “এবং মহাজাগতিক প্রাকৃতিক ঘটনা (সূর্য, চাঁদ ও তারা) প্রতিনিধিত্ব করেন।

Alright, let’s get to the point. The eight Vasus are Aap, Dhruva, Som, Dhar, Anil, Anala, Pratyusha, and Prabhasa. They are the eight fundamental deities who represent the five elements of life (Pancha Maha Bhuta) and major cosmic natural phenomena (sun, moon, and stars).

দ্বাদশ আদিত্য

 সাধারণত  আদিত্যগণ সংখ্যায় বারো। এদের একত্রে “দ্বাদশ আদিত্য “বলা হয়।: হিন্দু পূরণ অনুযায়ী দ্বাদশ আদিত্য ও মহর্ষি কশ্যপ ও দেবী অদিতির সন্তান। তাঁরা হলেন অর্যমা, পূষা, ত্বষ্টা, সবিত্র, ভগ, ধাত্রী, দক্ষ, বিষ্ণু, বরুণ, মিত্র, অংশ, বিবস্বান বা সূর্য। পন্ডিত গনের মতে “দ্বাদশ আদিত্য” বলতে ১২ মাসকে বোঝায়। প্রতি মাসে সূর্যের বা আদিত্যের ১২ রকমের রশ্মি দেখা যায়।

The 12 Adityas are the solar deities in Hindu mythology. They are the sons of Aditi and Kashyapa. The 12 Adityas are Aryama, Pusha, Tvashta, Savita, Bhaga, Dhata, Daksha, Vishnu, Varuna, Mitra, Amsha, and Vivasvat or Surya.

একাদশ রুদ্র

 বিভিন্ন পুরান অনুযায়ী তাঁদের জন্মের ব্যক্ষা বিভিন্ন দেওয়া হয়েছে।তবে মৎস্য পুরান অনুযায়ী ১১ উগ্র রুদ্র হলেন -কপালি, পিঙ্গল, ভীম, বিরূপাক্ষ, বিলোহিতা, অজেস, শাসান,শান্ত, শম্ভু, ছন্দা, ধ্রুব।

মনে করা হয় ভগবান বিষ্ণু যখন গজা সুরের সঙ্গে যুদ্ধ করেন, তখন ভগবান শিবের শরীর থেকে ১১ টি উর্জা নির্গত হয় ।এবং সেই ১১ উর্যা ১১ জন উগ্র রুদ্রের রূপ ধারণ করেন। এবং ভগবান বিষ্ণুকে যুদ্ধে সাহায্য করেন।

The 33 deities according to the Sanatana Dharma are: Ashta Vasus: According to Hindu mythology, the Ashta Vasus were celestial beings, and one among them was Maharishi Dyumatsena. Ekadasha Rudras: Various ancient texts mention different birth accounts of the Ekadasha Rudras. However, according to the Matsya Purana, there are 11 fierce forms of Rudra: Kapali, Pingala, Bhima, Virupaksha, Vilohita, Ajesha, Shasana, Shanta, Shambhu, Chanda, and Dhruva. Ashwini Kumaras: According to the mythology, the Ashwini Kumaras were the sons of Surya (the Sun god) and his wife Sanjna. They were also known as the physicians of the gods in the divine realm.

অশ্বিনীকুমারদ্বয়

পূরণ অনুযায়ী   অশ্বিনী কুমারেরা ছিলেন সূর্য দেব ও সূর্য পত্নী দেবী সংজ্ঞা র যমজ পুত্র।অশ্বিনী সূর্যের অপর নাম। তাই সূর্যপুত্র এই দুই যমজ দেবতার নাম অশ্বিনীকুমারদ্বয়। তাঁদের আসল নাম হল – “নাসত্য” এবং “দস্র”।দেবলোকের বৈদ্য ( চিকিৎসক) হিসেবে এনাদের উল্লেখ পাওয়া যায়।

The Ashwini Kumars were the twin sons of the sun god Surya and his wife Sanjna. Ashwini is another name for the sun, so these two twin deities are known as the Ashwini Kumaras. Their actual names are Nasatya and Dasra. They are referred to as the divine physicians of the heavenly realm.

Leave a Comment